পরিচিতি (QTI)

 আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ

সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অতপর চিন্তা ভাবনা ও গবেষণা করার জন্য দিয়েছেন এক মহা মূল্যবান সম্পদ, বিশ্বের অত্যাধুনিক সুপার কম্পিউটার থেকেও শক্তিশালী, কুদরতী এক মস্তিস্ক। দুরুদ, সালাম ও শান্তি বর্ষিত হোক সেই রাসুলের (সা:) উপর যিনি রক্তের বিনিময়ে আমাদের পর্যন্ত পৌছে দিয়ে গেছে একটি উন্নত, মার্জিত ও আধুনিক জীবন বিধান। আর তৈরী করে গিয়েছিলেন এক প্রখর, দুরদর্শী, সাহসী, বীরের জাতি। আর যিনি (সা:) বলে গিয়েছেন ”আমার জাতি, আমার উম্মত কখনও ধোকা দেয় না। আর কখনও ধোকার শিকারও হয়না।” আরও শান্তি বর্ষিত হোক তার পরিবারবর্গের উপর, তার সাথীদের উপর।

হামদ-ছানা ও দুরূদের পর,

আবারও স্বরণ করি আমরা ছিলাম বীরের জাতি, সাহসী যোদ্ধা। আমরা শাষণ করেছি অর্ধ জাহান। গোটা বিশ্ব ছিল আমাদের অনুগামী। আমাদের ভয়ে কাপতো বাতিলরা। তথাপিও আমরা হাড়িয়েছি আমাদের সব। আমাদের শক্তি, আমাদের গৌরব। আমদের আজকের অবস্থান আশাকরি সচেতন পাঠকের অগচোরে নয়। সর্বোত্র আমরা অবহেলিত, নির্যাতিত, বিশ্বাসঘাতকতা ও ধোকার প্রথম এবং প্রধান শিকার। কী এর কারণ…

নেপথ্যে নেয় আমাদের দুর্বলতা বরং আমাদের সরলতা। আমাদের নম্রতার সুযোগ নিয়ে আমাদের বোঝানো হয়েছে তুমাদের কোন কিছু ভাবার প্রয়োজন নেই। এর জন্য পরিকল্পনা মন্ত্রনালয় আছে। তোমাদের নিরাপত্তার জন্য নিরাপত্তা বাহিনী আছে, তোমরা কেন কষ্ট করে সমরবিদ্যা শিখতে যাবে? এগুলো তোমাদের কাজ না। তোমরা নিশ্চিন্তে শুধু শিক্ষা নিয়ে ব্যস্ত থাকো। আর এই শিক্ষা থেকেও বাদ পরে গেছে বাস্তবমুখি সব শিক্ষা। ধীরে ধীরে শিক্ষার পরিসরটাও হয়ে যাচ্ছে সংকুচিত। এভাবে চলতে থাকলে আমাদের অস্তিত্বের দুর্দিন অদূর ভবিশ্যতেই দেখা দিবে। এখন সব স্পষ্ট হয়ে গেছে। সময় বলে দিয়েছে সবকিছু। কেউ আমাদের সাথে নেই। কোন টীম, কোন বাহিনী, কোন মন্ত্রণালয়, কোন পরিষদ কিংবা কোন সংস্থা কেউ আমাদের সঙ্গ দেয় না। যা আছে সবই ছলছাতুরী আর কেবল ধোকা মাত্র।

সমস্যা যেহেতু ‍চিহ্নিত হয়েছে। সমাধান আমাদেরই করতে হবে। এখনই সময়, নিজেদের বোঝা নিজেদের কাধে নিতে। পরের উপর নিজের দায়িত্ব ন্যস্ত করে নিশ্চিন্তে থাকলে চলবে না। নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করবো। নিজেদের সব নিজেরাই করবো।

কথায় আছে “ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না” তাই গবেষণা, তদন্ত, যাচাই বাচাই, পরিকল্পনা এগুলো যেকোন কাজের সিংহভাগ সফলকরে তোলে। এই বাস্তবতাকে সামনে রেখে আমাদের আমাদের বৃহত স্বার্থের ক্ষুদ্র প্রচেষ্টার প্রথম পদক্ষেপ ” কওমী টীম অব ইনটেলিজেন্স” Qawmi Team of Intelligence (QTI)

যে কোন ঘটনার তৃণমূল সত্যতা যাচাই ও চুল-ছেড়া বিশ্লেষণ, নির্দৃষ্ট কোন ব্যক্তি, বস্তু, সংগঠন, সংস্থা, পন্য, ওয়েবসাইট অথবা কোন বিশেষ পরিস্থিতিতে যে কোন তদন্ত করতে সদা প্রস্তুত থাকার মানসিকতা ও অঙ্গীকার নিয়ে অঙ্গীকারবদ্ধ থাকবো আমাদের এই টীম। আমাদের পরবর্তী সকল পদক্ষেপের পরিকল্পনা গ্রহন সম্ভাবনা যাচায় ও কার্যকরী সিদ্ধান্তও নিবে এই টীমের মেম্বাররা।

ইতোমধ্যে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কওমীপ্রেমী আল্লারবান্দাগন আমাদের এই পরিবারে অংশ নিয়েছেন। আমরা সকলের প্রতি কৃতজ্ঞ। আপনাকেও আমাদের এই পরিবারে স্বাগতম।

আল্লাহ আমাদের এই প্রচেষ্টা কবুল করুন। ইসলামের মর্যাদা সমুন্নত করুন। সকল মুসলমানকে নিরাপদ রাখুন। আমীন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!