Students Science Project

 

Students Science Project

পরিচিতি

কোমলপ্রাণ শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার সুষ্ঠু বিকাশ সাধনে আমাদের আয়োজন “স্টুডেন্ট সাইন্স প্রজেক্ট”।

কার্যক্রম

যেখানে
শিক্ষার্থীদের দেখা সপ্নগুলোকে বাস্তবায়ন করা হয়।
অর্থাৎ, তাদের মস্তিষ্কে থাকা আইডিয়াকে একটি নির্দৃষ্ট ফরমের মাধ্যমে জমা নেওয়া হয়।
আইডিয়া সাবমিটকারী তার প্রজেক্ট বাস্তবায়নে প্রয়োজনীয় উপাদানগুলোর একটি তালিকা ঐ ফরমে উল্লেখ করে থাকে।

Student Science Project idea submission form

– QawmiCare

Work at WorkStation

– Student

আমাদের ভূমিকা

আমরা নিজস্ব অর্থায়নে তা সংগ্রহ করে তাকে প্রদান করি। শিক্ষার্থী তার পূর্ব নির্ধারিত সময়ের মাঝে প্রজেক্টটি কমপ্লিট করে পরবর্তী ফেয়ারে দর্শকদের সামনে প্রদর্শন করেন।
এর মাঝে কোন ধরণের ত্রুটি থাকলে বিশ্লেষণসহ ব্যখ্যা করে সংশোধন করা হয়।
বিজ্ঞানের প্রাথমিক বিষয়গুলো হাতে কলমে শিক্ষা দেওয়া হয়।
সাপ্তাহে একদিন আসরের পর ১ ঘন্টা সময় যাবত ফেয়ার অনুষ্ঠিত হয়। See…

উপহার

প্রজেক্টের কার্যকরী দিক, গুনগত মান, আইডিয়ার সৃজনশীলতা ও নিখুঁত সফলতার উপর ভিত্তি করে বিজয়ী নির্ধারণ করা হয়।

প্রতি ফেয়ারে ২ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।


অংশগ্রহণকারীদের অভিব্যক্তি


শিক্ষার্থীরা নিজের লাখ টাকার শখ আর কোটি টাকার স্বপ্নটা হাতে পেয়ে যারপরনাই খুশি হয়।

আরো বড় করে ভাবতে শেখে। স্বপ্ন দেখতে অভ্যস্ত হয়। সৃজনশীল মানসিকতা তৈরি হয়।


আপনিও যা পারেন

আপনিও আপনার পক্ষ থেকে কিছু টাকা ডোনেশন / ইনভেস্ট / করযে হাসানা দিয়ে কোমলমতি শিশুদের স্বপ্ন পূরণে পাশে থেকে আপনার আত্মতৃপ্তি ও অংশগ্রহণকারীদের একটি মিষ্টি হাসি উপহার পেতে পারেন।


অথবা যা পারেন

আপনার সংগ্রহে থাকা ইলেকট্রনিক নতুন পুরাতন প্রডাক্ট/ পন্য আমাদের প্লাটফর্মে আজীবন মেয়াদে বা নির্দিৃষ্ঠ সময়ের জন্য দিতে পারেন।


আমাদের সংগ্রহে থাকা প্রডাক্ট

আমাদের সংগ্রহে থাকা প্রডাক্টগুলো দেখুন। দেখুন…

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!