আলহামদুলিল্লাহ!
আল্লাহর অশেষ মেহেরবানী আর অপার করুনায় সুন্দর একটি সূচনার মাধ্যমে যাত্রা শুরু করলো “স্মার্ট টিচার্স ট্রেনিং”।
চলতি বছর ২০২৩ সালের প্রথম শুক্রবার বাদ আসর হতে শুরু হয় এর আনুষ্ঠানিক উদ্বোধনী কার্যক্রম।
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন নুর আইটি সফটের প্রতিষ্ঠাতা সিইও আশরাফ আলী সোহান ও ডেভেলপার আফরিদুল ইসলাম আলিফ।
সম্মানিত অতিথিবৃন্দ বাদ মাগরীব অত্যান্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।
জনাব আশরাফ আলী সোহান সাহেব নিজের আলোচনার এক পর্যায়ে বলেন:- “ স্মার্ট টিচার্স ট্রেনিং- হবে প্রতিটি কওমি তরুণ প্রজন্মের প্রযুক্তির অঙ্গনের প্রথম ধাপ।” তিনি কওমি কেয়ারের কার্যক্রমকে সাধুবাদ জানান ও অত্যান্ত উপকারী এবং যুগোপযুগী একটি কাজ হিসেবে স্বীকৃতি দেন।অন্যদিকে জনাব আফরিদুল ইসলাম আলিফ সাহেব তার বক্তব্যে বলেন “বাংলাদেশ সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে যে মিশন বাস্তবায়ন করতে যাচ্ছেন। এই স্মার্ট টিচার্স ট্রেনিং সে প্রকল্পেরই একটি অংশ।
আরো অনেক সম্মানিত ব্যক্তিবর্গ আলোচনা পেশ করেন। সকলেই কওমি কেয়ারের কার্যক্রমকে সাধুবাদ জানান ও অত্যান্ত উপকারী এবং যুগোপযুগী একটি কাজ হিসেবে স্বীকৃতি দেন।
পরিশেষে সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে সুসম্পন্ন হয় স্মার্ট টিচার্স ট্রেনিংয়ের উদ্বোধনী পর্ব।