--( কওমিকেয়ারের কার্যক্রম )--
*প্রযুক্তি সেবা*
কওমি অঙ্গনের যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্মার্টফোন, কম্পিউটার বা ইন্টারনেটসহ যেকোনো ধরনের তথ্য-প্রযুক্তিগত সেবা প্রদান করা কওমিকেয়ারের প্রথম ও প্রধান কার্যক্রম।
*প্রশিক্ষণ প্রদান*
নবীন উলামায়ে কেরাম, কওমিয়ান ছাত্র, শিক্ষক কিংবা কওমি অঙ্গনের উন্নয়নে আশাবাদী শুভাকাঙ্ক্ষীদেরকে
🖥️প্রাথমিক কম্পিউটার
📡ইন্টারনেট ব্রাউজিং
🎙️স্পোকেন ইংলিশ
✒️স্মার্ট টিচার্স ট্রেনিং
📚ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট ইত্যাদি বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে যুগ-উপযোগী করে তোলা হয়।
*প্রশ্ন-উত্তর প্ল্যাটফর্ম*
সাধারণ মানুষের দিন শিক্ষা এবং আলেমদের সাথে তাদের সুমধুর সেতুবন্ধনের দিকটি লক্ষ্য রেখে নির্ভরযোগ্য ওলামায়ে কেরামের সমন্বয়ে একটি অত্যাধুনিক ২৪ ঘন্টা কল সেন্টার চালু করা কওমিকেয়ারের অন্যতম লক্ষ্য।
*ডিজিটাল কনটেন্ট বিভাগ*
বিভিন্ন কওমী প্রতিষ্ঠানে স্মার্ট পদ্ধতিতে পাঠদানের লক্ষ্যে কওমি অঙ্গনের পাঠ্য পুস্তক সমূহের আধুনিক সংস্করণ এর পাশাপাশি প্রতিটি অধ্যায় ও অনুচ্ছেদের ডিজিটাল কনটেন্ট প্রস্তুত করা এবং তা সবার জন্য উন্মুক্ত করার সর্বোচ্চ ব্যবস্থাপনা করে যাচ্ছে কওমিকেয়ার।
*সিলেবাস আধুনিকায়ন*
আগামীর কওমি-প্রজন্মকে যুগ-উপযোগী করার লক্ষ্যে কওমি প্রাথমিক ও কওমি নিম্ন মাধ্যমিক স্তরে যুগোপযোগী কিছু বিষয়ের সংযোজন করে কওমি সিলেবাসকে কিছুটা আধুনিকায়ন করা কওমী কেয়ারের স্বপ্ন।
আল্লাহ তায়ালা আমাদের এই সকল চেষ্টায় বরকত দান করুন। আমীন।