HMSF Hafej Mawlana Salman Farse

 



HMSF

H= Hafej, M= Mawlana, S=Salman, F=Farse

Hafej Mawlana Salman Farse

হাফেজ মাওলানা সালমান ফারসী, তিনি প্রসিদ্ধ কওমী জগতের আধুনিক প্লাটফর্ম কওমিকেয়ার (QawmiCare)[1] এর প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা ও পরিচালক।

বাংলাদেশের উত্তর-পূর্ব কোণে কিশোরগঞ্জ জেলার অন্তরগত লতিবাবাদে ১৯৯৭ সালে জন্ম গ্রহন করেন।

SFComputer নামে উনার একটি কম্পিউটার লার্নিং পয়েন্ট রয়েছে।

SBBD শরীয়াহ বোর্ড বাংলাদেশ নামে একটি আধুনিক রিসার্চ সেন্টারেরও প্রথম উদ্যোক্তা তিনি।

ডাক নাম: সালমান

উচ্চতা: ৫’৪”

রক্তের গ্রুপ : B+ 

রাজনৈতিক মতাদর্শ: নিরপেক্ষ

পেশা: শিক্ষাবিদ

শিক্ষাগত যোগ্যতা: হিফজ, দাওরা, JSC, Dakhil, Alim, B.ed (Passing)

ভাষাগত যোগ্যতা: বাংলা, ইংরেজি, আরবী, উর্দূ, হিন্দী, ফারসী

পেশাগত দক্ষতা: প্রতিষ্ঠান পরিচালনা, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, লীডারশিপ, ‍শিক্ষকতা

আইটি দক্ষতা: কম্পিউটার বেসিক হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার, অফিস ম্যানেজমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, অডিও ভিডিও এডিটিং এন্ড ভিজুয়াল এনিমেশন, এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপম্যান্ট

বিভিন্ন কোর্স সম্পন্ন: দাওয়াহ ওয়া তাবলীগ, ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং, ড্রাইভিং, স্পোকেন ইংলিশ

চলমান পেশা: শিক্ষক, ইমাম, খতিব , কম্পিউটার ট্রেইনার, অ্যাপ ডেভেলপার, স্মার্ট টিচারস ট্রেইনার 

জীবনের বড় চাওয়া: সকলের দোয়া

যোগাযোগ: 

https://web.facebook.com/hmsf20


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!