অযু ভঙ্গের কারণ ৭ টি
১. পায়খানা বা পেশাবের রাস্তা দিয়া কোন কিছু বাহির হওয়া (সামান্য হলেও)।
২. মুখ ভরিয়া বমি হওয়া
৩. শরীরের ক্ষতস্থান হইতে রক্ত, বা পানি বাহির হইয়া গড়াইয়া পড়া।
৪. থুথুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশী হওয়া।
৫. চিৎ বা কাৎ হয়ে হেলান দিয়া ঘুম যাওয়া।
৬. পাগল, মাতাল ও অচেতন হওয়া।
৭. নামাযে উচ্চস্বরে হাঁসা।