১৭ মাখরাজ

১ নাম্বার মাখরাজঃ

হলকের শুরু হইতে ء ه ।

২ নাম্বার মাখরাজঃ

হলকের মধ্যখান হইতে ع ح ।

৩ নাম্বার মাখরাজঃ

হলকের শেষ হইতে غ خ ।

৪. নাম্বার মাখরাজ

জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া (দুই নুকুতাওয়ালা) ق

৫. নাম্বার মাখরাজ :

জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া (মধ্যখান পেঁচানো) ك

৬. নাম্বার মাখরাজ

জিহ্বার মধ্যখান তার বরাবর ج ش ی

৭. নাম্বার মাখরাজ :

জিহ্বার গোড়ার কিনারা, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উপরের তালুর সঙ্গে লাগাইয়া ض

৮. নাম্বার মাখরাজ :

জিহ্বার আগার কিনারা, সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া ل

৯. নাম্বার মাখরাজ

জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া ن

১০. নাম্বার মাখরাজ

জিহ্বার আগার পিঠ, বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া ر

১১ নাম্বার মাখরাজ :

জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ط د ت

১২. নাম্বার মাখরাজ :

জিহ্বার আগা সামনের নীচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া ص س ز

১৩. নাম্বার মাখরাজ :

জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ظ ذ ث

১৪. নাম্বার মাখরাজ:

নীচের ঠোঁটের পেট, সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ف

১৫. নাম্বার মাখরাজ :

দুই ঠোঁট হইতে و ب م উচ্চারিত হয় ।

১৬. নাম্বার মাখরাজ

মুখের খালি জায়গা হইতে মাদের با - بو - بی হরফ পড়া যায়।

১৭. নাম্বার মাখরাজ :

নাকের বাঁশি হইতে গুন্নাহ উচ্চারিত হয় ان-ام-انت

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!