You or your Madrasah can be our proud partner
Don't have an account? Sign up
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!
আপনাদের সবাইকে QawmiCoder Initiative-এর প্রথম ক্লাসে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আপনারা আজ শুধু একটি কোর্সে অংশ নিচ্ছেন না—আপনারা একটি স্বপ্নের অংশ হয়ে যাচ্ছেন। একটি স্বপ্ন, যেখানে কওমি শিক্ষার্থীরা প্রযুক্তির জগতে আত্মবিশ্বাসের সাথে হাঁটবে, ইমানদার কোডার, ডিজিটাল উস্তাদ, এবং সমাজের আলোকবর্তিকা হয়ে উঠবে।
🔸 আমাদের লক্ষ্য: প্রযুক্তিকে সহজ, সম্মানজনক ও ইসলামী মূল্যবোধসম্মত করে তোলা
🔸 আমাদের ভাষা: সহযোগিতা, আদব, এবং উদ্ভাবন
🔸 আমাদের পরিচয়: আমরা কওমি, আমরা কোডার, আমরা পথপ্রদর্শক
আজকের এই যাত্রা শুরু হোক দোয়া, উদ্যম, এবং ভাইচারা দিয়ে। আপনারা সবাই আমাদের এই মিশনের গুরুত্বপূর্ণ অংশ। আসুন, একসাথে শিখি, গড়ি, এবং আল্লাহর সন্তুষ্টির পথে এগিয়ে যাই।
QawmiCoder-এর পক্ষ থেকে আপনাদের জন্য রইলো আন্তরিক দোয়া ও ভালোবাসা।
প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা,
আপনারা আজ শুধু কোড শেখার জন্য এখানে আসেননি—আপনারা এসেছেন নিজের ভবিষ্যৎ গড়তে। আমরা চাই, আপনারা যেন লার্নিংয়ের পাশাপাশি আর্নিং করতে পারেন। এই ক্লাসে আমরা এমন কিছু বিশ্বস্ত ও হালাল অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করবো, যেখানে আপনি আপনার স্কিল ব্যবহার করে ইনকাম করতে পারবেন—ইনশাআল্লাহ।
🔹 কেন আর্নিং গুরুত্বপূর্ণ?
নিজের খরচ চালাতে
পরিবারকে সাহায্য করতে
প্রযুক্তির জগতে আত্মবিশ্বাস গড়তে
সময়ের সঠিক ব্যবহার করতে
🔹 আমরা কী দেখবো?
ফ্রিল্যান্সিং সাইট
ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম
ইসলামিক ও এথিক্যাল আর্নিং অপশন
কীভাবে প্রোফাইল বানাতে হয়, কীভাবে কাজ পাওয়া যায়
আপনার স্কিলই আপনার শক্তি। আসুন, শেখা ও উপার্জনের এই যাত্রা একসাথে শুরু করি। QawmiCoder Initiative-এর পক্ষ থেকে আপনাদের জন্য রইলো আন্তরিক শুভকামনা ও দোয়া।
রাত ৯টায় গুগল মিটে জয়েন হতে SMS খরচ ও ফরম ফিলাপের জন্য ২০টাকা 01963014461 এই নাম্বারে পাঠান।
আসন সংখ্যা সিমিত।
৫ থেকে ১০ জনের টীম নিয়ে কাজ করা হবে।